 
                    
                    গরুকে সাজানো পিকআপে তুলে খরিদ্দার আকর্ষণের চেষ্টা
                        
                            বাংলাদেশ প্রতিদিন
                        
                        
                        
                         প্রকাশিত: ১৭ মে ২০২০, ১৫:২৫
                        
                    
                এবার পিকআপে গরু তুলে খরিদ্দার আর্কষণের চেষ্টা চালাচ্ছে বেনাপোলের গরুর খামার ব্যবসায়ী নাসির স্বর্নকার। ২১ মণ ওজনের একটি বিদেশি জাতের ফ্রিজিয়ান গরু তোলা হয়েছে পিকআপে। আসন্ন ঈদের দিন জবাই করা হবে গরুটিকে। দাম ধরা হয়েছে প্রতি কেজি ৫৭০ টাকা। হোম ডেলিভারি ফ্রি।
গরু এবং পিকআপটি সাজানো হয়েছে কাগজ এবং তাজা ফুল দিয়ে। পিকআপে লাগানো হয়েছে মাইকও। খামারি নাসির স্বনর্কারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে পথচারীদের দেয়া হচ্ছে লিফলেট ও রজনীগন্ধার স্টিক। মাংস বিক্রির অভিনব এই কৌশল উপভোগ করছে বেনাপোলবাসী।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                