কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্যারেজে থাকা গাড়ি-বাইকের যত্ন যেভাবে নেবেন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৭ মে ২০২০, ১৪:০৪

করোনাকালে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাচ্ছেন না কেউ। তাই ব্যক্তিগত গাড়ি-বাইক গ্যারেজেই পড়ে আছে বেশিরভাগ সময়। বাড়ি থেকে বের হতে হচ্ছে না বলেই গাড়িকে অযত্নে রাখা চলবে না। বরং এ ব্যাপারে আরও সতর্ক হতে হবে। গাড়ি বা বাইক বার বার পরিষ্কার করতে হবে; নয়তো ব্যাকটেরিয়া-ভাইরাসের বাসা বাঁধার সম্ভাবনা থেকেই যায়। কীভাবে আপনার প্রিয় গাড়িকেও ‘সুস্থ’ রাখবেন, তা রইলো এই আয়োজনে—

কী দিয়ে পরিষ্কার করবেন? বেকিং সোডা ব্যবহার করতে পারেন গাড়ির ভেতরের অংশ পরিষ্কার করার জন্য। তবে ব্লিচিং, হাইড্রোজেন পারঅক্সাইড বা অ্যামোনিয়ার মতো পদার্থ রয়েছে, এমন কিছু এড়িয়ে যাবেন। এগুলো থেকে গাড়ির ভেতরের অংশে ক্ষতি হতে পারে। ইথাইল যুক্ত অ্যালকোহল এক্ষেত্রে কাজে আসবে। গাড়ির ভেতরে কোনো ব্যাগে চারকোল রেখে দিতে পারেন, এতে দুর্গন্ধ দূর হবে। গাড়ির ভেতরের অংশ গাড়ির ভেতরে অনেকেই অনেক কিছু রেখে দেন। যেমন, আধ-খাওয়া খাবার, জুতা, ঢাকনা ছাড়া বোতল ইত্যাদি। এমন কিছু রাখা যাবে না গ্যারেজবন্দি গাড়িতে। অনেকে বাইকের মধ্যে ময়লা পরিষ্কার করার কাপড় গুজে রাখেন; সেটা আপাতত ফেলে দিন। ছোট ঝাড়ু, ব্রাশ বা নরম কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন কেবিন এলাকা। দরজার হ্যান্ডল, সিট বেল্ট, জানালার কাচ, এয়ার ভেন্ট ইত্যাদি অংশ ঘষে ঘষে পরিষ্কার করুন। মনে রাখতে হবে, এসব অংশে ব্যাকটেরিয়া-ভাইরাস থাকতে পারে। গাড়ির বাইরের অংশ শুধু পানি নয়, সাবান-পানি ব্যবহার করুন গাড়ির বাইরের অংশ পরিষ্কার করার জন্য। গাড়ির বাইরের অংশ ধোয়ার সময় জানলার কাচ সম্পূর্ণ বন্ধ করে নেবেন। ধোয়ার পর শুকনো কাপড় দিয়ে তা মুছে নিতে হবে।

গাড়ি মোছার জন্য মাইক্রোফাইবার জাতীয় কাপড় ব্যবহার করা যেতে পারে। বাইকের ক্ষেত্রেও একই জিনিস ব্যবহার করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও