ভেনেজুয়েলাগামী তেল ট্যাংকারের সুরক্ষা দিচ্ছে ইরান!

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ মে ২০২০, ১৩:২৯

ভেনিজুয়েলায় হাজার হাজার টন গ্যাসোলিন রপ্তানি করছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ইরানের তেল রপ্তানির পুরো কার্যক্রমকে মূলত সুরক্ষা দিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ট্যাংকার মনিটরিং গ্রুপের তথ্য থেকে এ খবর জানা গেছে।

ট্যাংকার মনিটরিং গ্রুপ জানিয়েছে, অন্তত পাঁচটি ট্যাংকারে করে ভেনিজুয়েলায় ইরানি তেল নেয়া হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব ট‍্যাংকার আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ভেনিজুয়েলায় পৌঁছাবে। ইরান এবং ভেনিজুয়েলা দুই দেশের বিরুদ্ধে মার্কিন সরকার অবৈধভাবে একতরফা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

তেল ট্যাংকার পরিচালনার ক্ষেত্রে ইরান ইচ্ছা করেই ট্যাংকারগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করে রেখেছে। এ সমস্ত ট্যাংকার মার্কিন নৌবাহিনীর চোখের সামনে দিয়ে ভেনিজুয়েলার দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন সেনারা ইরানি জাহাজকে বাধা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, ইরানি জাহাজকে বাধা দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ইউএসএস ডেট্রয়েট, ইউএসএস ল্যাসেন, ইউএসএস প্রিবেল এবং ইউএসএস ফারাগাট নামের যুদ্ধজাহাজ ক্যারিবীয় উপসাগরে মোতায়েন করে রেখেছে। এছাড়া বোয়িং পি-এইট পজিডন আকাশে বিমান টহল দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও