মাঠ নেই, অনেক রাজনৈতিক দলের কার্যক্রমই বিবৃতি সর্বস্ব
করোনা পরিস্থিতির কারণে সরকার, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে ব্যাপক ত্রাণ তৎপরতা লক্ষ্যণীয়। তবে জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতাসহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের কার্যক্রম চোখে পড়ছে না। বক্তৃতা-বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তাদের দলীয় কার্যক্রম।
মহামারি করোনার কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ শ্রমজীবী মানুষ। কর্মহীন এসব মানুষের পাশে সরকার সর্বশক্তি নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। অনেক ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগেও প্রশংসনীয় ত্রাণ কার্যক্রম দৃশ্যমান।
কিন্তু জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের দেখা মিলছে না মাঠে-ময়দানে। দু’টি বিবৃতি দিয়ে নিজের দায় সেরেছেন তিনি। টানা ছয় বছর ধরে বিরোধীদলীয় নেতার গদিতে আসীন এ নেতার ভূমিকায় সাধারণ জনগণ চরম হতাশা ব্যক্ত করেছেন। তারা ভেবেছিলেন, জাতির এ ক্রান্তিলগ্নে বিত্তশালী এ নেতা জনগণের পাশে গিয়ে দাঁড়াবেন। সে আশায় গুড়ে বালি। তাকে কোথাও দেখা যাচ্ছে না।
একইভাবে নির্বাচন এলেই যাদের মুখে কথার ফুলঝুঁড়ি ফোটে, সেই নেতারাও অনেকেই গা ঢাকা দিয়ে রয়েছেন। সরকারের বাইরে থাকা সবচেয়ে বৃহৎজোট জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এ পর্যন্ত ছয় লাইনের দু’টি বিবৃতি দিয়ে নিজের দায় সেরেছেন। তার নিজের দল গণফোরামের দেখা মিলছে না মাঠে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.