কানাডায় জমে উঠেছে ভার্চুয়াল ঈদ কেনাকাটা
বছরে প্রায় আট মাস কানাডা বরফে আচ্ছাদিত থাকলেও ভালোবাসার রং, আড্ডার রং ,লোকজ ভাবনা , বাংলার ঐতিহ্য ভালোবাসা বিনিময়ে এখানকার প্রবাসী বাঙালিরা কখনও পিছিয়ে থাকেন না। তবে এবারের দৃশ্যটা ভিন্ন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সব কিছুই বন্ধ হয়ে আছে। এ কারণে এবার প্রবাসী জীবনের আনন্দ জয়গান আর পবিত্র ঈদুল ফিতর পালিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে।
কানাডায় সরকারি স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর হার কমে এসেছে। কানাডাবাসী যতটা পারছেন মেনে চলছেন নিয়মকানুন আর সামাজিক দূরত্ব। মুসলিম সম্প্রদায়ও রমজান মাসে ঘরে বসেই তারাবীহ নামায আদায় করছেন। কোথাও যাওয়া থেকে বিরত থেকেই ঘরে বসেই পরিবার-পরিজন নিয়ে ইফতারি আয়োজন করছেন। আর কানাডা সরকারও মুসলিম সম্প্রদায়ের এসব দিক চিন্তা করে কানাডার চারটি সিটিতে প্রকাশ্যে মাগরিবের আযান দেওয়ার অনুমতি দিয়েছে।