খোলা স্থানে জীবাণুনাশক ছিটালে ভাইরাস নিধন হয় না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
রাস্তাঘাটে বা উন্মুক্ত স্থানে জীবাণুনাশক ছিটিয়ে করোনাভাইরাস নির্মূল করা সম্ভব নয়। বরং এতে আরো স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। কভিড-১৯ প্রাদুর্ভাবের শুরু থেকেই অনেক দেশই এমন ব্যবস্থা নিয়েছে এবং এখনো এ চর্চা চলছে। তবে গতকাল শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এভাবে জীবাণুনাশক ছিটানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছে। সংস্থাটির বিভিন্ন বস্তুর পৃষ্ঠ থেকে ভাইরাস দূরীকরণ সম্পর্কিত একটি নথিতে বলা হয়েছে, এভাবে জীবাণুনাশক ছিটানোতে কোনো কাজ নাও হতে পারে।
এর ব্যাখ্যায় বলা হয়েছে, করেনাভাইরাস বা অন্যান্য রোগজীবাণু নিধনে জীবাণুনাশক ছিটানো বা ফিউমিগেটর মেশিন দিয়ে রাস্তাঘাট বা মার্কেট শপিংমলের মতো উন্মুক্ত স্থানে স্পে করার বিষয়টি সুপারিশ করা যাচ্ছে না। কারণ এই জীবাণুনাশক ধুলাবালির সংস্পর্শে এসে অকাযকর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ধুলাবালি যদি নাও থাকে তবুও এভাবে স্প্রে করলে বস্তু বা মেঝের পৃষ্ঠ সেভাবে জীবাণুনাশকে ঢেকে যায় না যতোটা সংস্পর্শকাল একটি রোগজীবাণুকে মেরে ফেলার জন্য প্রয়োজন।