You have reached your daily news limit

Please log in to continue


‘প্লাস্টিক’ বলায় ইমরান হাশমিকে আজও ঘৃণা করেন ঐশ্বরিয়া!

সালমান খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন একদা এই ‘লাভ বার্ডস’র ব্রেকআপ পরবর্তী জীবন বড়ই তিক্ত। কথা বলা বন্ধ, বন্ধ মুখ দেখাও। একসঙ্গে ছবিতে অভিনয়! তাও নৈব নৈব চ। কিন্তু সালমানের চেয়েও ইমরান হাশমিকে আরও বেশি ঘৃণা করেন ঐশ্বরিয়া। বলি মহলের একাংশ অবশ্য মনে করে, এর কারণ ইমরান নিজেই। ছয় বছর আগের কথা। রিয়েলিটি শো ‘কফি উইথ কর্ণ’তে অতিথি হয়ে এসেছিলেন ইমরান হাসমি। সঙ্গে ছিলেন মহেশ ভট্ট। কর্ণ জোহরের সেই শো-তে কি-না হয়, তা তো সকলেরই জানা। কর্ণও একের পর এক প্রশ্নবানে জর্জরিত করতে থাকলেন ইমরানকে। আর ইমরানও বেশ সাহসের সঙ্গে উত্তর দিয়ে যাচ্ছিলেন একের পর এক। কর্ণ জিজ্ঞাসা করলেন, রণবীর কপূরের থেকে যে কোনও একটি জিনিস চুরি করতে হলে কী চুরি করবে? ইমরান উত্তর দিলেন, ‘ওর গার্লফ্রেন্ডদের’। কর্ণের ফের প্রশ্ন শাহরুখের কাছ থেকে? ইমরান খান বললেন, ‘ওর বাড়ি, মন্নত’। আচমকাই কর্ণ ইমরানকে জিজ্ঞাসা করে বসেন, অভিষেক বচ্চনের থেকে যদি কোনও একটি জিনিস চুরি করতে হয় কী চুরি করবেন তিনি? ইমরান এক মুহূর্ত চিন্তা না করে বলেন, ‘ওর স্ত্রী-কে’। অর্থাৎ কি-না ঐশ্বরিয়াকে!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন