জুন পর্যন্ত যাত্রীবাহী উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বাড়ালো থাইল্যান্ড
ইত্তেফাক
প্রকাশিত: ১৭ মে ২০২০, ১০:১৮
আগামী জুনের ৩০ তারিখ পর্যন্ত যাত্রীবাহী উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বাড়িয়েছে থাইল্যান্ড সরকার। শনিবার থাইল্যান্ডের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এমনটি জানায়। এর আগে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে ৩১ মে পর্যন্ত থাইল্যান্ডে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
থাইল্যান্ডের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী উড়োজাহাজ জুন পর্যন্ত চলাচল না করতে পারলেও সেনা, ত্রাণবাহী বিমান চলাচল করতে পারবে। এদিকে ধারণা করা হচ্ছে, উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানোর ফলে থাইল্যান্ডে জরুরি অবস্থার সময়কাল আরো বাড়তে পারে। করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে থাইল্যান্ডে আগামী ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। যদিও থাইল্যান্ডে গত দুই সপ্তাহ ধরে করোনার প্রকোপ খুবই কম। এমনকি চলতি সপ্তাহে দুই দিন দেশটিতে কোন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি।