ফিট থাকতে উপোস দিচ্ছেন হৃত্বিক
                        
                            ঢাকা টাইমস
                        
                        
                        
                         প্রকাশিত: ১৭ মে ২০২০, ০৯:৪৬
                        
                    
                লকডাউনে নিজেকে ফিট রাখতে কী কী করছেন বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশন। সম্প্রতি তারই এক ঝলক পাওয়া গেল তার সোশ্যাল মিডিয়ার পোস্টে। 
ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে অভিনেতা জানান, এই লকডাউনে কীভাবে তিনি ২৩ ঘন্টা উপোস করে কাটিয়েছেন। এদিকে লকডাউনে দুই ছেলের যাতে কোনো সমস্যা না হয়, তা সুনিশ্চিত করতে হৃত্বিক তার সাবেক স্ত্রী সুজান খানকে সঙ্গে রেখেছেন। তারা একই বাড়িতে থাকছেন।