ওয়াংখেড়ে স্টেডিয়াম হবে ‘কোয়ারেন্টাইন সেন্টার’

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৭ মে ২০২০, ০৯:২৪

২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হওয়া মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম হতে যাচ্ছে ‘কোয়ারেন্টাইন সেন্টার’। বৃহানমুম্বাই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি) এ সিদ্ধান্ত নিয়েছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ইতোমধ্যেই কোয়ারেন্টাইন সেন্টার করার নির্দেশ দিয়েছে বিএমসি।

বিএমসি এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘কোয়ারেন্টাইন সেন্টার’ করার জন্য যেসব নির্দেশ দেয়া হয়েছে, তা অমান্য করলে ইন্ডিয়ান পেনাল কোডের ১৮৮ ধারায় অ্যাকশন নেয়া হবে। এই ‘কোয়ারেন্টাইন সেন্টার’ এ কোভিড-১৯ এ পজিটিভ আক্রান্তদের পাশাপাশি জরুরি স্টাফদের ‘এ’ ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও