করোনাভাইরাস সংকটের কারণে স্পেনে মেয়াদ বেড়েছে রেসিডেন্ট কার্ডসহ বিদেশীদের সবধরনের ডকুমেন্টের। মানবিক দিক বিবেচনা করে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় অফিসিয়াল বুলেটিন (BOE) মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, সংকটকালীন এই সময়ে যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে অথবা শেষের পথে শুধুমাত্র তারাই এ সুবিধার আওতায় পড়বেন।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম (BOE) জনায়, স্পেনে বসবাসের অনুমতি প্রাপ্তদের কার্ডের (আড়াইগো) ৬ মাস মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া যারা স্পেনে রাজনৈতিক আশ্রয় আবেদন করেছিলেন, তাদের সত্যায়নপত্র (রেডকার্ড) এর মেয়াদও বেড়েছে। এদিকে যাদের রেডকার্ডের মেয়াদ আগামী ১৫ জুনের মধ্যে শেষ হবে, জরুরী অবস্থা শেষ হওয়া পর্যন্ত তাদের, মেয়াদ বর্ধিত করা হয়েছে।
ডকুমেন্টের মেয়াদ বাড়ার পাশাপাশি আশ্রয় আবেদনকারীদের আর্থিক সহায়তাও বাড়ানো হয়েছে। আবেদনকারী যাদের আর্থিক ভাতা গত মার্চে শেষ হওয়ার কথা ছিল, করোনা মহামারি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। একইভাবে শরণার্থীদের সুবিধা বেড়েছে জরুরী অবস্থা শেষ হওয়া পর্যন্ত। এর আগে স্পেনের সব ধরনের স্বাস্থ্যবীমার মেয়াদও বাড়ানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.