কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিওরক্যাশ সুবিধাভোগীদের নিকট পৌঁছে যাচ্ছে সরকারের অর্থ সহায়তা

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৭ মে ২০২০, ০৬:৪৮

করোনার প্রাদুর্ভাবে সারাদেশে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে ডিজিটাল উপায়ে সরাসরি নগদ অর্থ সহায়তা দিচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪মে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যেক পরিবারকে ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা করে অর্থ প্রেরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এই কর্মসূচির আওতায় রূপালী ব্যাংক শিওরক্যাশ ৮ লাখ পরিবারের মাঝে ২০০ কোটি টাকা সরাসরি সুবিধাভোগীদের মোবাইল একাউন্টে পৌঁছে দিচ্ছে। দেশব্যাপী শিওরক্যাশের এজেন্ট পয়েন্ট থেকে এই টাকা তুলতে কোনও খরচ লাগবেনা।

সরকারের এই উদ্যোগের বিষয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, করোনা মহামারীতে এখন দেশের মানুষ একটি কঠিন সময় পার করছে। এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুদান কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য একটি বড় সাহায্য। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে এই কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমরা গর্বিত ও কৃতজ্ঞ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও