ক্রিকেট যারা নিয়মিত দেখেন বিশেষ করে যারা মাশরাফী বিন মুর্তজার ভক্ত তারা হয়তো খেয়াল করে থাকবেন তার হাতের ব্রেসলেটটি। এতদিন এটা নিয়ে না ভাবলেও আজ হয়তো চোখের সামনে ভাসছে আপনারও। ক্যারিয়ারের শুরুতে অবশ্য হাতে রিস্ট ব্যান্ড পরতেন মাশরাফী। পরে রুপার তৈরি একটি ব্রেসলেট পরা শুরু করেন; যারা গায়ে খোদায় করে লেখা 'মাশরাফী'। গত ১৮ বছর ধরেই সেটি সোভা পাচ্ছে ম্যাশের হাতে। এবার করোনা যুদ্ধে শামিল হতে সেই প্রিয় ব্রেসলেটটি নিলামে তুলছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। আগামীকাল রোববার রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে মাশরাফীর ব্রেসলেটের নিলাম। নিলাম অনুষ্ঠিত হবে আয়োজক ‘অকশন ফর অ্যাকশন’-এর ফেসবুক পেজে। ব্রেসলেটের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা।
বিক্রির পুরো অর্থ ব্যবহার করা হবে করোনাযুদ্ধে। শনিবার মাশরাফী তার ফেসবুক পেজে লিখেছেন, বিশ্বের এই সংকটময় সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিলামে তুলতে যাচ্ছি আমার ১৮ বছরের পুরানো সাথী, আমার অতি প্রিয় ব্রেসলেট। যার অর্থ চলে যাবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে গরীব দুঃস্থ মানুষের সাহায্যের জন্য। চোখ রাখুন " Auction 4 Action" র ফেসবুক পেইজ এ! এর আগে সাকিব আল হাসান তার ২০১৯ বিশ্বকাপের ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন। মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট কাল রাতে ১৭ লাখ টাকায় কিনে নেয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির ফাউন্ডেশন। এছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটার তাদের স্মৃতি বিজড়িত বিভিন্ন সরঞ্জাম নিলামে তুলেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.