বৌদ্ধ মন্দির ভাঙচুরের পরিকল্পনা হয় রকি বড়ুয়ার বাড়িতে
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৬ মে ২০২০, ২২:৫২
হোসেন সাঈদীর পুত্রের সাথে বৈঠক করা বিতর্কিত রকি বড়ুয়ার বাড়িতেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা বিবিরবিলা এলাকায় স্থানীয় বৌদ্ধ মন্দিরে হামলার পরিকল্পনা হয়। পুরো হামলার সঙ্গে রকি বড়ুয়ার অনুসারী ১৫-২০ জন জড়িত থাকলেও বৌদ্ধ মন্দির ভাঙচুরের কাজে ৩ জন অংশ নেন। অন্যরা হামলায় সহযোগী ও ব্যাকআপ হিসেবে কাজ করেন।পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধকে ধর্মীয় সংঘাতে রূপ দিয়ে ফায়দা লুটতে পরিকল্পনা করেন রকি বড়ুয়া। ঘটনার আগে ৩ মে দিবাগত রাতে তার বাড়িতেই হামলার প্রক্রিয়া ও কারা অংশ নেবেন তা নিয়ে বৈঠক হয়। ভোর ৩টা থেকে ৪টার মধ্যে বৌদ্ধ মন্দিরে ভাঙচুর চালানো হয়।