আম কিনতে রাজশাহী গেলে আবাসন নিশ্চিত করবে জেলা প্রশাসন
করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট পরিস্থিতিতে দিশেহারা রাজশাহীর আমচাষি ও ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এবার আম কিনতে আসবেন কিনা তা নিয়ে সংশয়ে তারা। দুর্যোগের দিনে ব্যবসায়ীরা রাজশাহী এসে থাকবেন কোথায়, সেটিই বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছিল।তবে তার সমাধান করে দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। মন্ত্রী বলেছেন, ‘আম কিনতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেসব ব্যবসায়ীরা রাজশাহী যাবেন, তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করবে জেলা প্রশাসন। প্রয়োজনে খাওয়ার ব্যবস্থাও করতে হবে। তাদের থাকা-খাওয়াসহ নিরাপত্তা নিশ্চিত করলে সমস্যা কিছুটা হলেও লাঘব হবে।’আম, লিচু ও অন্যান্য মৌসুমী ফল বিপণন এবং কৃষিপণ্য বাজারজাতকরণ বিষয়ে শনিবার (১৬ মে) সকালে এক ভিডিও কনফারেন্সে রাজশাহী জেলা প্রশাসনকে মো. হামিদুল হককে এ নির্দেশনা দেন মন্ত্রী।ভিডিও কনফারেন্সে অন্যদের মধ্যে যুক্ত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমূখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.