কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পৃথিবীর পরিধির সমান ক্যাবল স্থাপন করবে ফেসবুক

বার্তা২৪ প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৭:৪৭

পৃথিবীর পরিধির সমান ক্যাবল স্থাপন করবে সোশ্যাল টেক জায়ান্ট ফেসবুক। আফ্রিকার ১৬ টি দেশে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে সাগরতলের তলদেশ দিয়ে ৩৭ হাজার কিলোমিটার দীর্ঘ ক্যাবল স্থাপনে টেলকম কোম্পানিগুলোর সঙ্গে কাজ করবে ফেসবুক।

এই ক্যাবলের দৈর্ঘ্য প্রায় পৃথিবীর পরিধির সমান হবে, যা বিশ্বের দীর্ঘতম স্থাপিত ক্যাবল হবে। ক্যাবলকে যেকোনো ধরনের বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করতে অন্যান্য ক্যাবলের তুলনায় এটি অনেক বেশি গভীর তলদেশ দিয়ে স্থাপন করা হবে।

ফেসবুকের দীর্ঘমেয়াদি প্রকল্প অনুযায়ী আফ্রিকা মহাদেশের তরুণ জনগোষ্ঠীর মাঝে সোশ্যাল মিডিয়াকে পৌঁছে দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যা ২০২৪ সালের মধ্যে ব্যবহারের জন্য প্রস্তুত হবে এবং বর্তমান সি-কেবল থেকে তিনগুণ বেশি সক্ষমতা প্রদান করবে।

ফেসবুক কর্তৃপক্ষ এক ব্লগ বিবৃতিতে জানায়, 'এটি যখন ব্যবহারের জন্য প্রস্তুত হবে তখন এই নতুন রুটটি আফ্রিকা জুড়ে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ এবং নির্ভরযোগ্য নিশ্চিত করা হবে। আর মধ্যপ্রাচ্যে ৪জি/৫জি ইন্টারনেট সুবিধা এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের পরিধি বিস্তৃত হবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও