কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ অসম্ভব: সৌরভ

ঢাকা টাইমস প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৭:১০

অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ সম্ভব নয় বলেই মনে করছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট ​সৌরভ গাঙ্গুলী। তাঁর মতে, এটা হলে সফরের মেয়াদ অনেক বেশি হয়ে যাবে। করোনাভাইরাসের জন্য আর্থিক ভাবে ক্ষতির মুখে খেলার দুনিয়া। কীভাবে সেই ক্ষতি মেটানো যায়, তা নিয়ে চলছে ভাবনাচিন্তা। ক্রিকেট অস্ট্রেলিয়া সেই ভাবনা থেকেই বছরের শেষে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলার কথা ভেবেছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস সেই প্রস্তাব দিয়েও ছিলেন। বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্পর্ক ভাল বলেই আশাবাদী ছিলেন তিনি। বোর্ড প্রেসিডেন্ট যদিও তা সম্ভব নয় বলেই জানিয়ে দিলেন। সৌরভ জানিয়েছেন, ‘মনে হয় না যে ভারত পাঁচ টেস্টের সিরিজে অংশ নিতে পারবে। সীমিত ওভারের সিরিজও তো থাকবে। তা ছাড়া ১৪ দিনের কোয়রান্টিন গাইডলাইনের কথাও মাথায় রাখতে হবে। পাঁচ টেস্টের সিরিজ হলে সফর দীর্ঘায়িত হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও