চলমান করোনায় সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরম করুণাময়ের কাছে করুণা চেয়ে একসঙ্গে কণ্ঠ বাঁধলেন ডলি সায়ন্তনী ও বাদশা বুলবুল। গানের শিরোনাম ‘করুণাময়’। হে স্রষ্টা, হে ঈশ্বর, হে বিশ্ব করুণাময়/শান্তি-সুখ আর প্রাণ ফিরে দাও/তোমার বাণী তো মিথ্যে নয়/মানুষে মানুষে নেই ভেদাভেদ/আমরা সকলে কৃপা চাই- রূপতনু রূপু’র সুর ও সংগীতায়োজনে ভাই-বোনের কণ্ঠের এই গানের কথা লিখেছেন জামাল রেজা। মিক্স-মাস্টারে আজম বাবু। এ গান প্রসঙ্গে ডলি সায়ন্তনী বাংলানিউজকে বলেন, গানটা আসলে বুলবুল ভাইয়ের এককভাবে করার কথা ছিল। কিন্তু গানের সুরটা শোনার পর তিনি আমার নামও প্রস্তাব করেন। এরপর আয়োজকরাও রাজি হন। করোনা পরিস্থিতিতে গানটি করতে পেরে ভালো লাগছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.