সূরা আল কদর : অর্থ ও শানে নুযুল
সূরা আল কদর (আরবি: سورة القدر) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারিমের ৯৭ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৫টি এবং এর রূকুর সংখ্যা ১। আল কদর সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আল কদর অর্থসহ বাংলা উচ্চারণ : আরবি : بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ উচ্চারণ : বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। (১) আরবি : إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ উচ্চারণ : ইন্না-আনযালনা-হু ফী লাইলাতিল ক্বদর। অর্থ : নিশ্চয়ই আমি এটা ক্বদর রাতে নাযিল করলাম। (২)আরবি : وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ উচ্চারণ : অমা-আদরা-কা মা-লাইলাতুল ক্বদর। অর্থ : আর আপনি কি জানেন, ক্বদর রাত কি? (৩) আরবি: لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ উচ্চারণ : লাইলাতুল ক্বদরি খাইরুম মিন আলফি শাহর। অর্থ : কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। (৪) আরবি : تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ উচ্চারণ : তানাযযালুল মালা-য়িকাতু অররুহু ফীহা-বিইযনি রব্বিহিম মিন কুল্লি আমর। অর্থ : সে রাতে প্রত্যেক বরকত পূর্ণ বিষয় নিয়ে ফেরেশতারা ও রূহ অবতীর্ণ হয়, স্বীয় রবের নির্দেশে। (৫) আরবি : سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ উচ্চারণ : সালা-মুন হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।
- ট্যাগ:
- ইসলাম
- শানে নুযুল
- পবিত্র মাহে রমজান