সূরা আল কদর : অর্থ ও শানে নুযুল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৬:২৪

সূরা আল কদর (আরবি: سورة القدر‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারিমের ৯৭ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৫টি এবং এর রূকুর সংখ্যা ১। আল কদর সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আল কদর অর্থসহ বাংলা উচ্চারণ : আরবি : بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ উচ্চারণ : বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। (১) আরবি : إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ উচ্চারণ : ইন্না-আনযালনা-হু ফী লাইলাতিল ক্বদর। অর্থ : নিশ্চয়ই আমি এটা  ক্বদর রাতে নাযিল করলাম।  (২)আরবি : وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ উচ্চারণ : অমা-আদরা-কা মা-লাইলাতুল ক্বদর। অর্থ : আর আপনি কি জানেন, ক্বদর রাত কি? (৩) আরবি: لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ উচ্চারণ : লাইলাতুল ক্বদরি খাইরুম মিন আলফি শাহর। অর্থ : কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। (৪) আরবি : تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ উচ্চারণ : তানাযযালুল মালা-য়িকাতু অররুহু ফীহা-বিইযনি রব্বিহিম মিন কুল্লি আমর। অর্থ : সে রাতে প্রত্যেক বরকত পূর্ণ বিষয় নিয়ে ফেরেশতারা ও রূহ অবতীর্ণ হয়, স্বীয় রবের নির্দেশে।   (৫) আরবি : سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ উচ্চারণ : সালা-মুন হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে