সিঙ্গাপুর সরকারের উদ্যোগে শ্রমিকদের পাশে ফেরদৌস-ঋতুপর্ণা
করোনায় আক্রান্ত সারা বিশ্ব। সিঙ্গাপুরেও আঘাত এনেছে প্রাণঘাতী এ ভাইরাস। সেখানে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সিঙ্গাপুরে আটকে রয়েছেন প্রায় ৩ লক্ষ ভারত ও বাংলাদেশের শ্রমিক। সিঙ্গাপুর সরকার শ্রমিকদের পাশে থাকার সকরকম চেষ্টাই করে যাচ্ছে। পাশাপাশি, শ্রমিকদের মনোবল বৃদ্ধির জন্য এবং তাদের উৎসাহ দিতে, লড়াই করার শক্তি যোগাতে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যে উদ্যোগে যৌথভাবে সামিল রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা দর্পণ। সিঙ্গাপুরের সরকারের সঙ্গে মিলিতভাবে দর্পণ এই উদ্যোগের নাম 'আমার তোমার, সবার কথা' (Our Stories Your Stories)। এখানে অনলাইনে নিজের গল্প, গান, কবিতাসহ নানান কিছু শোনাবেন তারকারা। আর সিঙ্গাপুর সরকার ও দর্পনের এই উদ্যোগে সামিল হয়েছেন বাংলাদেশের অভিনেতা ফেরদৌস আহমেদ ও কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ উদ্যোগে আরও আছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গায়িকা লোপামুদ্রা মিত্র, বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীসহ অনেকেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.