কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


লকডাউনে বাবা-মা থেকে দূরে সারোগেসিতে জন্ম নেয়া ১০০ নবজাতক

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। দেশে দেশে চলছে লকডাউন। এই রকম পরিস্থিতিতে সারোগেসির মাধ্যমে পৃথিবীর আলো দেখলেও লকডাউনের কারণে এখন পর্যন্ত বাবা-মায়ের কোলে যেতে পারেনি ১০০ নবজাতক। এসব শিশু সীমান্ত বন্ধ থাকায় ইউক্রেনে আটকে পড়েছে। জানা গেছে, এসব শিশুদের বাবা-মা চীন, যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, বুলগেরিয়া, অস্ট্রিয়া এবং মেক্সিকো-এই ১২টি দেশের নাগরিক। এমন অবস্থায় ইউক্রেনে গর্ভ ভাড়া নিয়ে জন্ম হওয়া প্রায় একশ শিশুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সে দেশের মানবাধিকারকর্মীরা।দেশটির মানবাধিকারকর্মী লিউডমিলা ডেনিসোভা বলেন, বর্তমানে অন্তত একশ সারোগেট শিশু বিভিন্ন ক্লিনিকে রয়েছে। তারা সবাই তাদের বাবা-মায়ের অপেক্ষায় রয়েছে। যদি লকডাউন বাড়ানো হয়, তাহলে এই সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে। রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ইউক্রেনের সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় সন্তানের জন্ম দিয়ে বিপাকে পড়েছে সারোগেট মায়েরা। অন্যদিকে ওইসব সন্তানের বিদেশি মা-বাবারা তাদের কাছে যেতে পারছে না সীমান্তে কড়াকড়ির কারণে। করোনাভাইরাসের জেরে দীর্ঘদিন সীমান্ত বন্ধ থাকলে নবজাতকদের কাছে পৌঁছাতে অনেক বিলম্ব হয়ে যাবে বিদেশি এসব দম্পতির। অন্তত ২২ মের আগে সীমান্ত পেরিয়ে তারা ইউক্রেনে ঢুকতে পারবেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন