২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলা মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামটি কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহৃত হবে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে এই স্টেডিয়ামটি থাকলেও করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শহরের মিউনিসিপাল করপোরেশনের আদেশে এমনটি করা হচ্ছে। এটি মূলত জরুরি স্টাফদের ‘এ’ ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে ও যারা কোভিড-১৯ এ পজিটিভ হয়েছেন তাদের জন্যও। একটি চিঠির মাধ্যমে সেই আদেশে বলা হয়, যেসব নির্দেশ দেয়া হয়েছে তা যদি পালনে ব্যর্থ হয় তবে ইন্ডিয়ান পেনাল কোডের ১৮৮ ধারায় অ্যাকশন নেয়া হবে। মুম্বাইতে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ১৪৫জন আক্রান্ত হয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৫৩ জনের। বৃহত্তর মুম্বাইয়ের নিরাপত্তা ঠিক রাখতে ইতোমধ্যে ২৬৪৬টি কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.