You have reached your daily news limit

Please log in to continue


ঝড় তুলেছে কেটির হটি মিউজিক ভিডিও

বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল কেটি পেরির হটি মিউজিক ভিডিও ‘ডেইজি’। ভিডিওটি শ্যুট করতে গিয়ে নগ্ন হয়েছেন হলিউডের জনপ্রিয় এই গায়িকা। ঝরনার ধারে ধীরে ধীরে একে একে পোশাক খুলে শেষ পর্যন্ত নিজের শরীরে সন্তান ধারণের ছবি শেয়ার করেন তিনি। অপূর্ব সেই গানের ভিডিও মুক্তি পেতেই নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেটি নিজেও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গানের ভিডিও এবং ভিডিও শ্যুটের বেশ কয়েকটি ছবি। এই গানের মাধ্যমেই ভক্তদেরকে নিজের বেবি বাম্প দেখান গায়িকা। মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। মাত্র দুই দিনেই সেটি ৩০ লাখের বেশি দর্শক দেখে ফেলেছেন। গত ৬ মার্চ নিজের সন্তানসম্ভবা হওয়ার কথা জানিয়েছিলেন কেটি পেরি। হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার আংটি বদল হয়েছে গত বছর। প্রায় এক সপ্তাহ ধরে রহস্যটা জিইয়ে রেখেছিলেন। অবশেষ জানান, তিনি ও তার বয়ফ্রেন্ড অরল্যান্ডো ব্লুম কন্যাসন্তানের অভিভাবক হতে চলেছেন। বয়ফ্রেন্ড অরল্যান্ডোর গোটা মুখে কেকের পিংক ক্রিম মাখিয়ে জনপ্রিয় পপ তারকা কেটি মেয়ে হওয়ার কথা পোস্ট করেন। যদিও পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান-এর অভিনেতা অরল্যান্ডোর মুখ তাতে ঢেকে যায়নি। একেবারে কান অবধি চওড়া হাসিতেই প্রমাণ, তারা ভীষণ খুশি। ছবির ক্যাপশনে লেখেন, ‘বিশ্ব চালায় মেয়েরা।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন