যেসব নেয়ামত সফলতা ও বিজয়ের কথা পড়া হবে আজ
রমজানের ২৩ রোজার প্রস্তুতিতে শুরু হবে আজকের তারাবিহ। জাহান্নামের আগুন থেকে নাজাতের আশায় মুমিন মুসলমান ইবাদত-বন্দেগিতে মনোযোগী হয়। যারা একনিষ্ঠতার সঙ্গে ইবাদতে নিয়োজিত হতে পারবে তারাই পাবে চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা এ দশকে রাত জেগে লাইলাতুল কদর তালাশ করবেন। আজকের তারাবিতে সুরা আহক্বাফ, সুরা মুহাম্মাদ, সুরা ফাতহ এবং সুরা হুজরাত পড়া হবে। সে সঙ্গে ২৬তম পারার তেলাওয়াত শেষ হবে। এ সুরায় রয়েছে একটি গুরুত্বপূর্ণ আবেদন ও দোয়া। আর তাহলো-- رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَউচ্চারণ : রাব্বি আওযিনি আন আশকুরা নিমাতাকাল্লাতি আনআমতা আলাইয়্যা ওয়া আলা ওয়ালেদাইয়্যা ওয়া আন আমালা সালিহাং তারদাহু ওয়া আসলিহ লি ফি জুররিয়্যাতি ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন।' অর্থ : হে আমার পালনকর্তা, আমাকে এরূপ ভাগ্য দান কর, যাতে আমি তোমার নেয়ামতের শোকর করি, যা তুমি দান করেছ আমাকে ও আমার পিতা-মাতাকে এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকাজ করি। আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ কর, আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম।' (সুরা আহক্বাফ : আয়াত ১৫) সুরা আহক্বাফ : আয়াত ৩৫সুরাটি মক্কায় অবতীর্ণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে জিনদের ইসলাম গ্রহণ করে ফিরে যাওয়ার ঘটনা বর্ণিত হয়েছে এ সুরায় । হিজরতের ৩ বছর আগে নবুয়তের ১০ কিংবা ১১তম বছর প্রিয় নবি তায়েফ থেকে মক্কায় ফিরে আসার সময় নাখলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার বর্ণনা কুরআনে এভাবে ওঠে এসেছে- 'যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা (আপনার) কুরআন তেলাওয়াত শুনছিল। তারা যখন কুরআন তেলাওয়াতের জায়গায় উপস্থিত হল, তখন পরস্পর বলল, চুপ থাক। অতপর যখন তেলাওয়াত শেষ হল, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারীরূপে ফিরে গেল। তারা বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাব শুনেছি, যা মুসার পর অবর্তীণ হয়েছে। এ কিতাব পূর্ববর্তী সব কিতাবের প্রত্যায়ন করে, সত্যধর্ম ও সরলপথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহবানকারীর কথা মান্য কর এবং তাঁর প্রতি বিশ্বাস স্থাপন কর। তিনি তোমাদের গোনাহ মার্জনা করবেন।'