পরমব্রত-অঙ্কুশের আইনি লড়াই

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৪:১৮

করোনার বিশেষ এই পরিস্থিতিতে বাড়িতে বসে শর্টফিল্ম, মিউজিক ভিডিও তো হচ্ছিলই। এবার পুরো গোটা সিরিজও তৈরি হয়ে গেল। অনলাইন প্ল্যাটফর্ম ‘হইচই’এ ‘কেস জন্ডিস’ সিরিজের স্ট্রিমিং শুরু হয়েছে শুক্রবার থেকে।  যেখানে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ এবং অনির্বাণ চক্রবর্তী। প্রথম দু’জন উকিলের চরিত্রে, অন্যজন বিচারক। আর এখানেই তাদের মধ্যে আইনি লড়াই শুরু হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে তৈরি হয়েছে সিরিজের কনটেন্ট, মানুষ বনাম করোনাভাইরাস। প্রথম সিজ়নে পাঁচটি এপিসোড। পরে আরো পাঁচটি। ঘরবন্দি অবস্থায় নতুন রকমের কাজ করতে পেরে উচ্ছ্বসিত অঙ্কুশ। বলছিলেন, প্রস্তাব পেতেই লাফিয়ে উঠেছিলাম। ওয়েবে এটাই প্রথম কাজ আমার। অঙ্কুশের মোবাইলে তার পর্বটা শুট করে দিয়েছেন বান্ধবী ঐন্দ্রিলা সেন।  কেস জন্ডিসের পরিচালনা করছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। কনসেপ্ট হইচই-এর টিমের। টেকনিক্যাল সমস্যা ছাড়া, পোশাক, প্রপসেরও ব্যাপার ছিল বাড়িতে বসে শুটের ক্ষেত্রে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও