You have reached your daily news limit

Please log in to continue


দর্শক শূন্য মাঠে শুরু বুন্ডেসলিগা

কী কী নিয়ম মেনে খেলা মাঠে গড়াচ্ছে, লিগের দলগুলোর কী অবস্থা, খেলোয়াড় বা কোচরা কে কেমন অবস্থায় আছেন। এসবের পাশাপাশি ডয়চে ভেলের চোখ দিয়ে দেখে নিন বুন্ডেসলিগার ঐতিহ্য। শিরোপা প্রত্যাশীরা টানা সাত বছর ধরে বায়ার্ন মিউনিখ কাপ জেতায় অনেক ফুটবল ভক্তের কাছে হয়তো বুন্ডেসলিগা কিছুটা একঘেয়ে হয়ে উঠেছিল। তবে এবার তেমনটা না হওয়ার জোরাল আভাস ছিল। মৌসুমের শুরু থেকেই বায়ার্ন মিউনিখকে পয়েন্ট টেবিলে লড়াই করতে হচ্ছে, যার জেরে বরখাস্ত হয়েছেন কোচ নিকো কোভাচ। বরুসিয়া ডর্টমুন্ড ও আর বি লাইপসিশ এবার শিরোপার জোর দাবিদার। মৌসুমে সর্বোচ্চ গোলের দৌড়ে এগিয়ে যারা  করোনার পর যেভাবে জেগে উঠছে ক্রীড়াজগৎ ‘দর্শকের’ ব্যবস্থা এই সপ্তাহান্তে জার্মানির বুন্ডেসলিগা শুরু হচ্ছে। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ তাদের স্টেডিয়ামে সমর্থকদের কার্ডবোর্ড বসিয়েছে। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি! করোনার পর যেভাবে জেগে উঠছে ক্রীড়াজগৎ ট্রেনিংয়ের আগে অস্ট্রেলিয়ার ‘সাউথ সিডনি ব়্য়াবিটোস’ রাগবি দলের দুজন প্লেয়ার ট্রেনিংয়ে যাওয়ার আগে হাত জীবাণুনাশক করে নিচ্ছেন। করোনার পর যেভাবে জেগে উঠছে ক্রীড়াজগৎ বাধ্যতামূলক কোয়ারান্টিন ইটালির এসি মিলানের ফুটবলার স্লাতান ইব্রাহিমোভিচ ট্রেনিং শুরু করতে সুইডেন থেকে ইটালির মিলানে পৌঁছেছেন। সেখানে ট্রেনিং শুরুর আগে তাঁকে দুই সপ্তাহ কোয়ারান্টিনে থাকতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন