কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রায়পুরে করোনা উপসর্গ নিয়ে সাবেক রেলওয়ে কর্মকর্তার মৃত্যু

সমকাল প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৩:৩৩

লক্ষ্মীপুরের রায়পুরে করোনার উপসর্গ নিয়ে মোজাম্মেল হোসেন (৬৩) নামে সাবেক এক রেলওয়ে কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, তিনদিন আগে মোজাম্মেল হোসেন ঢাকা থেকে জ্বর,সর্দি-কাশি,গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে আসেন। এ অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে শনিবার সকালে তিনি মারা যান।লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন আব্দুল গফফার তথ্যটি নিশ্চিত করে জানান, মৃত মোজাম্মেল হোসেন বেশ কিছুদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভূগছিলেন। এ কারণে তার নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে । সেই রির্পোট এখনও আসেনি। এ পরিস্থিতিতে শনিবার সকালে তিনি মারা যান। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া জানান, লকডাউনের মধ্যে ১৩ মে মোজাম্মেল হোসেন ঢাকা থেকে রায়পুরে চলে আসেন। এসময় তার প্রবেশ পথে বাধা দেওয়া হলে তিনি অন্য সড়ক দিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। খবর পেয়ে বৃহস্পতিবার তার বাড়ি লকডাউন করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও