দর্শক ছাড়াই আয়োজিত হবে ইউএস ওপেন!
চলতি বছর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ইউএস ওপেন আয়োজনের প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ)। যদিও করোনা মহামারির কারণে সব কিছু ওলট পালট হয়ে যাওয়ায় টুর্নামেন্ট নিয়ে বিকল্প চিন্তাও করতে হচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে মুখপাত্র ক্রিস উইডমায়ার জানিয়েছেন। এ পর্যন্ত করোনায় সবচেয়ে বেশী আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তার মধ্যে আবার ইউএস ওপেনের ভেন্যু নিউ ইয়র্কেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেশী। ইউএস ওপেন সময়মত আয়োজন নিয়ে তাই দু:শ্চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি গণমাধ্যম দাবী জানিয়েছে ইউএসটিএ কর্মকর্তারা আগামী ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত টুর্নামেন্টটি সুবিধাজনক সময়ে আয়োজন করতে চায়। আর টুর্নামেন্ট পিছিয়ে গেলে সেই তারিখে ইন্ডিয়ান ওয়েলস কিংবা ওরলান্ডোর মত টুর্নামেন্টগুলো আয়োজনের বিকল্প চিন্তাও রয়েছে। এই ভেন্যুগুলোতে করোনার প্রকোপ প্রায় নেই বললেই চলে।