নেপালকে উসকে দিচ্ছে চীন: ভারত সেনাপ্রধান
সময় টিভি
প্রকাশিত: ১৬ মে ২০২০, ১১:০৫
ভারতের বিরুদ্ধে নেপালকে চীন উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারভানে। ভারত ও নেপালের সীমান্ত এলাকায় ভারতের সদ্য তৈরি করা একটি পার্বত্য রাস্তাকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যে সংঘাত চরমে, ঠিক তখন এমন মন্তব্য করলেন জেনারেল নারভানে। গত ৮ মে ভারতের প্রতিরক্ষামন্ত্রী সীমান্তের লিপুলেখ এলাকায় একটি লিঙ্ক রোডের উদ্বোধন করেন। এই রাস্তা নিয়েও নেপাল তীব্র প্রতিবাদ জানায় ও ওই এলাকাটিকে তাদের বলে দাবি করে। ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারভানে বলেন, ভারত ও নেপালের মধ্যে গোলমাল বাধানোর চেষ্টা করছে চীন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সীমান্ত
- এলাকা
- ভারতের সেনাপ্রধান
- ভারত