করোনার আরও ৫টি জিনোম সিকোয়েন্স জমা দিল বাংলাদেশ
আর্ন্তজাতিক জিন ডাটা ব্যাংক- GISAID এ করোনার ৫টি জিনোম সিকোয়েন্স জমা দিল বাংলাদেশের ডিএনএ সল্যুশন। এতে সহায়তা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিআরআইসিএম এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল।
ডিএনএ সল্যুশন লিমিটেড তাদের Amplicon based next Generation Sequencing সিস্টেমের মাধ্যমে কোভিড-১৯ এর ৫টি ভাইরাসের পুরো জিনোম সিকোয়েন্সিং উম্মোচন করে।
এ কাজে দেশে করোনা আক্রান্ত দেড় শতাধিক রোগীর নমুনা সংগ্রহ করেন গবেষকরা। সব মিলিয়ে বাংলাদেশ থেকে এ ভাইরাসের ৬টি জিনগত সিকোয়েন্স GISAID এ জমা পড়েছে। যার সবগুলোই ইউরোপীয় ঘরোনার ভাইরাস। অর্থাৎ ইউরোপের দেশগুলোতে সবগুলোরই বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.