দেশে দেশে ছড়িয়ে পড়ছে শিশুদের বিরল রোগ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৬ মে ২০২০, ০৯:০৩

বিরল প্রদাহজনিত উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা। রোগটি এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সীমাবদ্ধ থাকলেও এবার ইউরোপেও ছড়িয়েছে। বিশেষ করে ফ্রান্স ও ইতালিতে বিরল এ রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছেই। যুক্তরাজ্য-ভিত্তিক প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ল্যানচেটের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রে এই বিরল উপসর্গে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এই উপসর্গে আক্রান্ত হয়েছে আরো ৮৫ জন শিশু। এছাড়া যুক্তরাজ্যেও এই বিরল উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।  ইতালির বার্গামোতে ফেব্রুয়ারির ১৮ থেকে এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত ১০ জন শিশু এই বিরল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১০ বছরে চিকিৎসকরা ইতালিতে মাত্র ১৯টি কাওয়াসাকি রোগী শনাক্ত করেছে। যার মধ্যে ১০ জন এই বছর শনাক্ত হয়েছে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বলেন, এতদিন শিশুদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে যে কম ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছিল, সেটি আর নাও হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও