তামাকভিত্তিক করোনার ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার জন্য প্রস্তুত

এনটিভি প্রকাশিত: ১৬ মে ২০২০, ০৯:১০

সিগারেট প্রস্তুতকারক বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর (বিএটি) প্রস্তুত করা করোনাভাইরাসের ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার জন্য প্রস্তুত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে প্রি-ক্লিনিক্যাল পর্যায়ে ভ্যাকসিনটি থেকে ইতিবাচক ফল পাওয়া গেছে বলে গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে বিএটির যুক্তরাষ্ট্রভিত্তিক সিগারেট ব্র্যান্ড লাকি স্ট্রাইক। সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বিএটির পক্ষ থেকে বলা হয়েছে, ওষুধ নিয়ন্ত্রকদের দ্বারা অনুমোদিত হলে প্রথম ধাপে আগামী জুনের শেষদিকে ভ্যাকসিনটি মানবদেহে পরীক্ষা করা হতে পারে। ভ্যাকসিনটি তৈরিতে কাজ করছে কেন্টাকি বায়ো প্রসেসিং (কেবিপি)। বিএটির মার্কিন ইউনিট রেনল্ডস আমেরিকানের একটি শাখা কেবিপি। তারা জানিয়েছে, যোগ্য উৎপাদক এবং সরকারি সংস্থাগুলোর সহায়তা পেলে আগামী জুন থেকে তারা প্রতি সপ্তাহে ১০ থেকে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন তৈরি করতে পারবে। বিএটি জানিয়েছে, করোনাভাইরাসের জেনেটিক সিকোয়েন্সের একটি অংশের ক্লোন করে তা দিয়ে অ্যান্টিজেন তৈরি করা হবে। এরপর অ্যান্টিজেনটি তামাকগাছের মধ্যে সন্নিবেশিত করে ওই বিশেষ তামাকজাতীয় উদ্ভিদ পুনরুৎপাদন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও