You have reached your daily news limit

Please log in to continue


কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর মাউথওয়াশ

করোনা ভাইরাসকে ধ্বংস করে কোভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধে মাউথওয়াশ কার্যকর হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী। নতুন এই গবেষণায় কার্ডিফ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন বিভাগের সঙ্গে নটিংহাম, কলোরাডো, অটোয়া, বার্সেলোনা ও ক্যামব্রিজের বাবরাহাম ইনস্টিটিউেটের ভাইরোলজি, লিপিড ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের খবরে এ কথা বলা হয়েছে। আন্তর্জাতিক গবেষক দল বলেছে, করোনা ভাইরাসের বাইরের অংশে থাকা আবরণ চর্বির তৈরি এবং এই বাইরের অংশই মানুষের শরীরের কোষের ওপর আক্রমণ করে। মাউথওয়াশে থাকা উপাদান করোনা ভাইরাসের বাইরের আবরণকে ধ্বংস করতে সক্ষম। আর বাইরের আবরণকে ভেঙে ফেলতে পারলেই ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব। মাউথওয়াশের উপাদান মুখ ও গলায় ভাইরাসটির প্রতিলিপি তৈরির প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করতে সক্ষম। গবেষণায় বলা হয়েছে, করোনা ভাইরাসগুলো এনভেলপড ১২ পৃষ্ঠার পর ভাইরাস শ্রেণির অন্তর্ভুক্ত; অর্থাত্ এরা চর্বিযুক্ত স্তর দ্বারা আচ্ছাদিত, যা নির্দিষ্ট কিছু রাসায়নিকের মাধ্যমে ধ্বংস করা যায়। বিজ্ঞানীরা বলছেন, মাউথওয়াশের কার্যকারিতা প্রমাণের জন্য জরুরি ভিত্তিতে পরীক্ষা চালানো দরকার। গবেষণায় বিজ্ঞানীরা মাউথওয়াশে করোনা ভাইরাস ধ্বংস করার দাবি করলেও এটি সফল হবে কি না, এখনো এমন কোনো ক্লিনিক্যাল পরীক্ষা হয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন