You have reached your daily news limit

Please log in to continue


করোনা: ডেনমার্কে গত ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য

ডেনমার্কে ১৩ মার্চের পর প্রথমবারের মতো একদিনে কোন করোনা আক্রান্ত রোগী মারা যাননি। শুক্রবার (১৫ মে) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাগনাস হিউনিকে একথা জানিয়েছেন। হিউনিকে এক টুইটার বার্তায় জানান, ‘গত ২৪ ঘণ্টায় ডেনমার্কে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ছিল শূন্য’। বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত ডেনমার্কের মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ জন বেড়ে ১০ হাজার ৭৯১তে পৌঁছায়। তবে মৃতের সংখ্যা ৫৩৭ এ স্থির রয়েছে। ডেনমার্কে দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা শিথিল করে সর্বোচ্চ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল চালু এবং একই সাথে শপিংমল ও রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) স্বাস্থ্য কর্মকর্তারা জানান, নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সবকিছু চালু করা সত্ত্বেও সংক্রমণের গড় হার শূন্য দশমিক সাত শতাংশে নেমে এসেছে যা মে মাসের প্রথম সপ্তাহে শূন্য দশমিক নয় শতাংশ ছিল। উল্লেখ্য, এখন পর্যন্ত ডেনমার্কে ৮৩ শতাংশ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। মৃতদের মধ্যে ৮৭ শতাংশের বয়স ছিল ৭০ এর ওপর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন