You have reached your daily news limit

Please log in to continue


২ শিশুর মহানুভবতায় আপ্লুত মেয়র টিটু

ময়মনসিংহ নগরের বাসিন্দা ১২ বছরের শিশু নিলয় সরকার। নিজের স্বপ্ন পূরণের জন্য কয়েক বছর ধরে স্বল্প বেতনভোগী বাবা ও পরিবারের সহযোগিতায় কিছু সঞ্চয় গড়ে তোলে সে। ইচ্ছা ছিল জমানো টাকা দিয়ে কিনবে একটি নতুন সাইকেল। সেই স্বপ্ন প্রায় চূড়ান্ত ধাপে, আর কদিন বাদেই তার সঞ্চয়ের টাকা দিয়ে বাবার হাত ধরে কেনার কথা কাঙ্ক্ষিত সেই সাইকেলটি। তবে করোনা প্রাদুর্ভাবে অসহায় মানুষের কষ্ট-দুর্দশার কথা চিন্তা করে কয়েক বছরের সেই সঞ্চিত অর্থ ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মানবিক সহায়তা তহবিলে দান করলো নিলয়।নিলয়ের মতোই আরও এক শিশু সাদমান হোসেন (১১)। তার বাবার একজন স্বল্প আয়ের সাধারণ মানুষ। এবার ঈদে নতুন জামা-জুতা কেনার জন্য জমিয়েছিল বেশ কিছু টাকা। তবে সেও তার সেই ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে জমানো সেই টাকা দিয়ে দিল মসিকের ত্রাণ তহবিলে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন