![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020March/room-service-2005151419.jpg)
ভূতুড়ে হোটেল, নেই কোনো রুম সার্ভিস
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৫ মে ২০২০, ২০:১৯
জার্মান বুন্দেসলিগাকে সামনে রেখে বিভিন্ন দল বিভিন্ন হোটেলে অবস্থান করছে। সবগুলো হোটেল যেন ভূতুড়ে অবস্থায় রয়েছে। বুন্দেসলিগা কর্তৃপক্ষের ঠিক করে দেয়া বিশেষ হোটেলে থাকতে হবে খেলোয়াড়দের। মিউনিখের একটি হোটেলে থাকবেন বায়ার্ন মিউনিখের ফুটবলাররা। সেই হোটেলে জার্মান সরকারের তরফ থেকে দেয়া নির্দেশ মেনে চলতে হবে ফুটবলারদের...