কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুই কোটি টাকার নাটকগুলো কী হবে

প্রথম আলো প্রকাশিত: ১৫ মে ২০২০, ১৯:১৭

হঠাৎ করেই করোনা হানা দেওয়ায় মাঝপথে বন্ধ হয়েছে বেশ কিছু ধারাবাহিক ও একক নাটক। সব মিলিয়ে এই নাটকের সংখ্যা ৪০টির বেশি। নাটকগুলোর প্রচার ও শুটিং নিয়ে শঙ্কায় নির্মাতা ও প্রযোজকেরা। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, এই নাটকের বাজারমূল্য দুই কোটি টাকা। টেলিভিশন নাটক–সংশ্লিষ্ট সংগঠনের নেতারা বলেছেন, এর সমাধানে তাঁরা কাজ করছেন। ‘সদা সত্য বলিব’ নামে একটি ঈদ ধারাবাহিক নাটকের প্রমো বাংলাভিশনে প্রচার হচ্ছে। এই ধারাবাহিকে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, নাদিয়া আহমেদ, মারজুক রাসেল, রোবেনা রেজা জুঁই প্রমুখ। নাটকটির শুটিং কিঞ্চিৎ বাকি আছে। নাটকটির নির্মাতা মুরসালিন শুভ বলেন, ‘ঈদে আমার চারটি নাটক প্রচার হবে। তার মধ্যে “সদা সত্য বলিব” নাটকের স্বল্প পরিসরে দু–তিনটি দৃশ্যের শুটিং বাকি আছে। একটি একক নাটকের এক–দেড় ঘণ্টার শুটিং বাকি আছে। সেগুলো শেষ করার জন্য সংগঠনের সিদ্ধান্তের অপেক্ষা করছি।’আফরান নিশো ও তানজিন তিশা অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ‘তাকে ভালোবাসা বলে’ ঈদে প্রচারিত হওয়ার কথা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও