কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নীলফামারী থেকে খুলনা পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালু

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে খুলনা পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালু করা হয়েছে। শুক্রবার সকাল নয়টায় চিলাহাটি রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। করোনা পরিস্থিতিতে রেল যোগাযোগ বন্ধ হওযার পর এ পথে কৃষিসহ অন্যান্য পণ্য পরিবহনে চালু হওয়া ট্রেনটির নাম দেওয়া হয়েছে ‘চিলাহাটি পার্সেল স্পেশাল খুলনা’। পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার ট্রেনটি সকাল নয়টায় খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে নীলফামারীর চিলাহাটি স্টেশনে পৌঁছায় রাত ৮টা ৪০ মিনিটে। আজ শুক্রবার সকাল নয়টায় সেটি চিলাহাটি থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এ পথে ট্রেনটির যাত্রাবিরতি রয়েছে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, জামালগঞ্জ, আক্কেলপুর, তিলকপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নলডাঙ্গা, নাটোর, আব্দুলপুর, ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, আনসারবাড়িয়া, সাফদারপুর, কোটচাঁদপুর, যশোর, নওয়াপাড়া, দৌলতপুর ও খুলনা স্টেশনে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন