![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/05/online/facebook-thumbnails/images-samakal-5ebe793ec7028.jpg)
ঈদ শুভেচ্ছা ফোনেই, কারাবন্দীদের সঙ্গে স্বজনের সাক্ষাৎ মিলছে না
করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এবার ঈদেও কারাবন্দীদের সঙ্গে তাদের স্বজনের সাক্ষাতের সুযোগ মিলছে না। মোবাইল ফোনেই বন্দীদের সঙ্গে স্বজনরা শুভেচ্ছা বিনিময় করবেন। প্রতিবছর ঈদের সময় বন্দীদের সঙ্গে তার স্বজনরা সাক্ষাত করতে যান। অনেক কারাগারে এই দিনে দীর্ঘ লাইনও তৈরি হয়। কারাগারের একাধিক দায়িত্বশীল সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।এ ব্যাপারে জানতে চাইলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা সমকালকে বলেন, আবেগ নয়, অনেক সময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। ঈদেও স্বজনদের সঙ্গে বন্দীদের সাক্ষাৎ বন্ধ রাখা হতে পারে। সেইভাবে বিষয়টি ভাবা হচ্ছে। স্বজনদের সঙ্গে তারা মোবাইলে কুশলাদি বিনিময় করতে পারবেন। তারা বন্দীদের পিসিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে পারছেন।মোস্তফা কামাল পাশা আরও বলেন, শুরু থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় এখনো কারাগারের ভেতরে কেউ আক্রান্ত হননি।