দেহডিঙি’ শিরোনামের নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন ফোক গানের গায়ক কিশোর পলাশ। দেলোয়ার আরজুদা শরফের কথায় ও অভি আকাশের সুরে গানটির সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু।মিউজিক ভিডিওসহ নতুন এ গানটি প্রকাশ করতে যাচ্ছে দেশের প্রথমসারির অডিও-ভিডিও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জি সিরিজ। বিকাশ সাহা পরিচালিত এই ভিডিওতে মডেল হয়েছেন নাট্য অভিনেতা সাব্বির আহমেদ ও পড়শী রুমী ।গানটি নিয়ে কিশোর পলাশ বলেন, করোনা মহামারীর আগেই, ঈদ আয়োজনকে ঘিরে গানটি করা হয়েছিল । যেহতেু হোম কোয়ারেন্টাইনে থেকেও সচল রয়েছে বিনোদনের সবগুলো মাধ্যম, তাই ঘরবন্দি মানুষের জন্যে নিয়ে গানটি প্রকাশ করা। দেহডিঙি অপূর্ব কথা সুরের এক গান, ভিডিওটিও বেশ নান্দনিক। আশা করি দর্শক শ্রোতারা এই গানটি বেশ ভালোভাবে উপভোগ করবেন।সুনামগঞ্জের টেকেরঘাট, নীলাদ্রির বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে বলে জানিয়েছেন ভিডিও নির্মাতা বিকাশ সাহা। ‘আমার দেহডিঙ্গির হাড়ের গুড়া মন/পাটাতন ভাঙাচুরা বাইনে বাইনে চুয়ায় পানি আছড়ে পড়ে দারুণ ঢেউ/ গুরু তুমি বিনে নাইযে আমার কেউ- এমন হৃদয়গ্রাহী কাব্যকথায় গড়ে উঠা এ গানটি মিউজিক ভিডিও জি সিরিজ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এছাড়ও গানটি শুনতে পাওয়া যাচ্ছে জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.