You have reached your daily news limit

Please log in to continue


ট্রাম্পকে পাগল বললেন হলিউড অভিনেতা

ট্রাম্পকে পাগল বললেন হলিউডের অভিনেতা রবার্ট ডি নিরো। বিবিসির সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, উনি নিজের কথা ছাড়া আর কারো কথা ভাবতে শেখেননি। যারা ওর অন্ধ সমর্থক, যারা তাকে ক্ষমতায় এনেছেন, তাদের কথা ভাবারও ফুরসত নেই তার। আর উনি এখন আবার প্রেসিডেন্ট হওয়ার ধান্দায় মেতেছেন। খবর ওয়াশিংটন পোস্ট, স্কাই নিউজের।যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৫ হাজারের কাছাকাছি, মারা গেছেন প্রায় সাড়ে ২৭ হাজার মানুষ। এই অবস্থায় অর্থনীতির স্বাস্থ্য ফেরাতে অফিস, দোকান, স্কুল, কলেজ---সব খুলে দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার ফুচি আশঙ্কা প্রকাশ করেন, আমেরিকায় তড়িঘড়ি অর্থনৈতিক কাজকর্ম শুরু করলে ও স্কুল খুললে সংক্রমণ ফের ছড়ানোর সম্ভাবনা।এ ব্যাপারে ট্রাম্পকে প্রশ্ন করা হলে প্রেসিডেন্টের জবাব, ‘আমি ফুচির সঙ্গে একমত নই, বিশেষ করে স্কুলের ব্যাপারটায়। অনির্দিষ্টকাল স্কুল-কলেজ বন্ধ রাখা যেতে পারে না। তেমন হলে বেশি বয়সের শিক্ষক-অধ্যাপকরা আরও কিছুদিন ক্লাস নেবেন না, সেটা করা যেতে পারে।আরও আগে লকডাউন ঘোষণা করলে কিছু মানুষের প্রাণ বাঁচত, এ কথা বলে কয়দিন আগেই ট্রাম্পের কোপে পড়েছেন ফুচি। তার মধ্যে লকডাউন তোলা নিয়ে তার এই সতর্কবার্তা। ট্রাম্পের বক্তব্য, ‘আমরা ভেবেচিন্তে লকডাউন তুলব। যত তাড়াতাড়ি সম্ভব তোলা প্রয়োজন।’ট্রাম্পের এই হঠকারিতায় ক্ষুব্ধ নিরোর বক্তব্য, ‘ট্রাম্প ভক্তদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্যি যে উনি তাঁদের কথা ভাবেন না। উনি শুধু নভেম্বরের ভোটে পুনর্নির্বাচিত হওয়ার জন্য অর্থনৈতিক কাজকর্ম শুরু করতে চাইছেন। কত মানুষের প্রাণ গেল তাতে কিচ্ছু যায় আসে না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন