পদত্যাগ করলেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ মে ২০২০, ১৩:৪৫

বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সময়ে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান রবার্তো আজেভেডো। সংস্থাটি যখন করোনাভাইরাসের প্রভাব মোকাবিলা করছে ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পড়েছে এমন সময় এই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।করোনা মহামারিতে বিশ্ব বাণিজ্য সংকুচিত হয়ে পড়েছে। মহামন্দার পর অর্থনীতি এখন সবচেয়ে নিম্নগামী।ট্রাম্পের অভিযোগ, বিশ্ব বাণিজ্য সংস্থা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য আচরণ করছে।আজেভেডো জানিয়েছেন, মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সংস্থার জন্য তা মঙ্গলজনক। তিনি বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা হয়ত যথার্থ নয় কিন্তু এটি সবক্ষেত্রে প্রযোজ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও