বাড়িতেই তৈরি করুন পোকা-মাকড় তাড়ানোর ওষুধ
আমাদের সময়
প্রকাশিত: ১৫ মে ২০২০, ১১:১৪
বাইরে বের হচ্ছেন না করোনাভাইরাসের ভয়ে, এদিকে ঘরে দিনে দিনে বাড়ছে মশা-মাছিসহ নানা পোকা-মাকড়ের উপদ্রব। মশাবাহিত ম্যালেরিয়া বা ডেঙ্গুও কিন্তু ভয়ানক হতে পারে, তাই তা থেকেও দূরে থাকার ব্যবস্থা করতে হবে। মশা তাড়ানোর নানা পদ্ধতি থাকলেও সমস্যা হলো, অধিকাংশ মশা মারার ওষুধেই তীব্র একটা গন্ধ থাকে এবং তা নাকে গেলে অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়। তাই বিশেষ করে বাড়িতে শিশু বা বয়স্ক কেউ থাকলে এ ধরনের তীব্র গন্ধযুক্ত কিছু না জ্বালানোই ভালো। বেছে নিন প্রাকৃতিক সুগন্ধ। হাতের কাছে কয়েকটি তেল আর এসেনশিয়াল অয়েল থাকলেই আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন পোকা-মাকড় তাড়ানোর ওষুধ। এগুলো সরাসরি গায়ে লাগানো যাবে, আবার ডিফিউজারে জ্বালিয়ে রাখলেও পুরো ঘরে ছড়িয়ে পড়বে সুগন্ধ।
- ট্যাগ:
- লাইফ
- ওষুধ
- ঘরে বসেই
- পোকামাকড় দূর