কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আটপাড়ায় ঝড়ে ঘর ও গাছপালা বিধ্বস্ত

নেত্রকোনার আটপাড়া উপজেলার ঝড়ে ও বৃষ্টিতে বসতঘর বিধ্বস্ত ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০ মিনিট স্থায়ী এই ঝড়ে সাতটি ইউনিয়নের অন্তত ২৫০টি কাঁচা ঘর বিধ্বস্ত ও অনেক গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে পল্লীবিদ্যুতের বেশ কিছু তারের ওপর গাছের ডালপালা পড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি ঝড়ে বোরো ফসল ও গাছের আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের বিষয়ে আটপাড়ার শুনই গ্রামের হাসান ইকবাল বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। প্রায় ২০ মিনিট স্থায়ী ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টিও হয়েছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে শুনই ইউনিয়নের গোয়াতলা, শুনই, মনসুরপুর, ইছাইল, বানিয়াজান ইউনিয়নের আঁটিকান্দা, চারিয়া, ইটাখলা, কামতলা, পাহাড়রপুর, মোবারকপুর, দুওজ ইউনিয়নের যোগিনগুয়া, গোপালপুর ও চারগাতিয়া। এ ছাড়া উপজেলার অন্য চারটি ইউনিয়নেও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ইউনিয়নের অন্তত ২৫০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সেলিম বলেন, ঝড়ে ঘরবাড়ির পাশাপাশি উঠতি বোরো ফসল ও ফলন্ত আম-কাঁঠাল গাছেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এ দিকে অসংখ্য গাছপালা উপড়ে পড়ায় বেশকিছু গ্রামীণ রাস্তা বন্ধ হয়ে গেছে। বেশ কিছু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা সুলতানা বলেন, 'ঝড়ে বেশ কিছু এলাকায় ঘরবাড়িসহ গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুনেছি। তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ এখনো পাইনি। এ বিষয় তথ্য সংগ্রহ করা হবে।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন