এক সবজি বাজার থেকে ২৬০০ জন আক্রান্ত
অতি সংক্রামক নভেল করোনাভাইরাস ভারতের তামিলনাডু রাজ্যের একটি বাজার থেকে গণহারে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ ভারতের ওই রাজ্যটির একটি পাইকারি সবজির বাজারের ২ হাজার ৬০০ এর বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এক বাজার থেকে আড়াই সহস্রাধিক মানুষের মধ্যে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার পর স্থানীয় কর্তৃপক্ষ প্রাদেশিক রাজধানী চেন্নাইয়ের কোয়ামবেদুর নামক এলাকায় অবস্থিত ওই বাজারকে এখন করোনা সংক্রমণের হটস্পট ঘোষণা দিয়ে সেখানে কড়াকাড়ি আরোপ করেছে। খবর এনডিটিভি। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জে রাধাকৃষ্ণন এনডিটিভিকে জানান, ওই বাজারের দোকানদার-ক্রেতাসহ তাদের সংস্পর্শে আসা প্রত্যেকের করোনা পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত ওই বাজার সংশ্লিষ্ট ২ হাজার ৬০০ জন করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি জানান, সেখানে ২ লাখ ৬০ হাজার জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের অনেকের পরীক্ষার ফল এখনো আসেনি। ফলে হাজার হাজার মানুষের ভিড়ে জমে ওঠা ওই বাজার সংশ্লিষ্ট আরও অনেকেই আক্রান্ত হিসেবে শনাক্ত হলে এই সংখ্যাটা আারও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতে দেড় মাসের বেশি সময় ধরে লকডাউন চলছে। অন্যান্য এলাকার মতো সেখানেও করোনার সংক্রমণ রোধে নানা বিধিনিষেধ জারি ছিল।