You have reached your daily news limit

Please log in to continue


রাজশাহীতে আম পাড়া শুরু, নেই উৎসব-আমেজ

মধুমাস জ্যৈষ্ঠের আজ (১৫ মে) প্রথম দিন। এদিন থেকে রাজশাহীতে শুরু হচ্ছে ফলের ‘রাজা’ আম পাড়ার উৎসব। তবে এবার আগের মতো ‘উৎসবের আমেজ’ নেই। বছর ঘুরে জ্যৈষ্ঠ মাস এলেও আমচাষিদের ঘরে উঁকি দিচ্ছে না নতুন স্বপ্ন। এর পরিবর্তে তাদের চোখে-মুখে রাজ্যের দুশ্চিন্তা। করোনাকালে গাছ থেকে আম পাড়া ও বাজারজাতকরণ নিয়ে আমের রাজ্য রাজশাহীতে কেবলই উদ্বেগ-উৎকণ্ঠা। আমচাষি ও কৃষি কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে আম পাড়া এবং তা বাজারজাত করাটা এবার বড় চ্যালেঞ্জ। লকডাউন শিথিলে দেশের বাজারে সরবরাহের সম্ভাবনা উঁকি দিলেও ইউরোপসহ আমের বিশ্ববাজার হারানোর শঙ্কায় চাষিরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন