![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/05/15/082527_bangladesh_pratidin_Saudi_Yemen.jpg)
করোনা মহামারী সত্ত্বেও ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৫ মে ২০২০, ০৮:২৫
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী সত্ত্বেও দারিদ্র্যপীড়িত এবং যুদ্ধ কবলিত ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন আরবজোট।
ইয়েমেনের কয়েকটি সূত্র জানিয়েছে, সৌদি আরব ইয়েমেনের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে কয়েকদফা বিমান হামলা চালিয়েছে।
উত্তরাঞ্চলীয় প্রদেশের আল-খোব এবং আশ-শাআব শহরের হামলা চালায়। একইভাবে হামলা চালায় শা’দা প্রবেশের শা’আদা অঞ্চলে এবং মধ্যাঞ্চলীয় বাইদা প্রদেশের কানিয়ে অঞ্চলে।