 
                    
                    সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত
                        
                            এনটিভি
                        
                        
                        
                         প্রকাশিত: ১৫ মে ২০২০, ০৮:১৫
                        
                    
                সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাইয়ে ঝালাইয়ের কাজ করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আলমপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় এবং অপর দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন মা ইঞ্জিনিয়ারিংয়ের মালিক কমর উদ্দিন (৩৫) এবং তেলবাহী গাড়ির চালক ও মালিক মনির উদ্দিন (৫০)। অজ্ঞাতনামা আহত একজনকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হুসেইন জানান, পদ্মা ওয়েল কোম্পানির তেলবাহী একটি ব্যক্তি মালিকানাধীন লরি ঝা
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                