You have reached your daily news limit

Please log in to continue


সাম্প্রদায়িক দাঙ্গার পর সব হারিয়ে কয়েক শ' মানুষ আশ্রয় শিবিরে

ভারতে পশ্চিমবঙ্গের হুগলী জেলার যে অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে, সেখানকার বেশ কয়েক শ' মানুষ আশ্রয় শিবিরে রয়েছেন। ঘর জ্বলেছে হিন্দু - মুসলমান দুই সম্প্রদায়ের মানুষেরই। তারা বলছেন, ঘরের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে - নতুন করে জীবন শুরু করতে হবে এদের। হুগলী জেলার চন্দননগর লাগোয়া তেলেনিপাড়ায় সাম্প্রদায়িক সংঘর্ষের দু`দিন পরে আজ সেখানে পরিস্থিতি শান্ত হয়েছে, তবে চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ বলছে এখন পর্যন্ত ১২৯ জনকে তারা গ্রেফতার করেছে, আটক করা হয়েছে আরো ২১ জনকে। চটকল এলাকার কয়েক শ' ঘর দাঙ্গায় জ্বলে পুড়ে যাওয়ায় বহু মানুষ এখন স্থানীয় স্কুল বা আত্মীয় পরিজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আর তার মধ্যেই কেউ কেউ নিজের ঘরে ফিরে গিয়ে খুঁজে দেখছেন যে কিছু অবশিষ্ট আছে কি না। দাঙ্গা হয়েছে যে এলাকায়, সেখানকার স্থানীয় বাসিন্দা আফতাব সুলতানের কয়েকটি ঘর পর থেকেই শুরু হয়েছিল ঘর-বাড়ি পোড়ানো। সেই সব পোড়া ঘরে তিনি আজ গিয়েছিলেন। বিবিসিকে তিনি বলছিলেন," ঈদগাহ ময়দানের কাছে আমি যেখানে থাকি, তার পাঁচটি বাড়ি ছেড়ে পরপর তিনটি বাড়ি একদম পুড়ে গেছে। সবগুলোই মুসলমানদের ঘর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন